চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ও তার আগের দিন উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মো. মোস্তাফিজুর রহমান (৫০) নামের এক পথচারীকে ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বাড়বকুণ্ড এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন আবু তাহের (৫৫) নামের এক ব্যক্তি। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবু তাহের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের মো. ভোলার ছেলে।
অন্যদিকে সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার বটতল এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ আফজাল (২৮)। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত আফজাল এয়াকুব নগর এলাকার নুর বক্সের ছেলে।
সীতাকুণ্ডে ঘটে যাওয়া এসব দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী ও বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।