যেখানে পানিতে সারা বছর জ্বলছে আগুন!
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড পাহাড়ে স্বচ্ছ পানির ওপর সারাবছর জ্বলতে থাকে আগুন। যা স্থানীয়দের কাছে এক বিস্ময়। পানির নিচ থেকে বুদবুদের মতো শব্দ তুলে আগুন উঠলেও একদিনের জন্যও কুণ্ডটির পানি শুকায় না। জায়গাটি খুব বেশি গভীর নয়, অথচ পানির স্বভাব একেবারেই ঠান্ডা। আশপাশের কোনো টিলায় পানি না মিললেও এই কুণ্ডে সারা বছর পানির স্তর অটুট থাকে।