নরসিংদীর রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার ইকবাল (৩৫) ও জালাল উদ্দিন (৬৫) আটক হয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায় রায়পুরা আর্মি ক্যাম্প। এর আগে বুধবার দিনভর চরাঞ্চলের গোপীনাথপুর ও বালুয়াকান্দিসহ আশপাশের এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।
আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ওয়ান শুটার গান, ৯টি কার্তুজ, ৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩টি দেশীয় বল্লম, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, বন্দুকের কভার, বিভিন্ন কাগজপত্র, একটি মানিব্যাগ ও একটি চাপাতিসহ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্র জানায়, আটক শুটার ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে জালাল উদ্দিনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
প্রসঙ্গত, সম্প্রতি রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ডসহ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার পর এলাকায় যৌথ বাহিনীর তৎপরতা জোরদার করা হয়।