ফরিদপুর শহরের আলিপুর ব্রিজের উপর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে উদ্ধার করা বোমা সাদৃশ্য বস্তুটি ব্রিজের নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।
বিশেষজ্ঞ ইউনিট আসার পরে বস্তুটি বোমা কি না পরীক্ষা করে, বোমা হলে তা নিষ্ক্রিয় করা হবে বলে প্রশাসনের সূত্রে জানা গেছে।
ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, ব্রিজের উপরে জমা করে রাখা খড়ির গাদার অংশে বোমা রয়েছে- এমন খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ভোর থেকে ওই এলাকা ঘিরে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে সেখান থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ওই স্কুল ব্যাগের মধ্যে টেপ দিয়ে প্যাঁচানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায়। বস্তুটি উদ্ধার করে নদীর পাড়ে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বস্তুটি বোমা কি না, বিশেষজ্ঞ টিম নিশ্চিত হলে সেটি নিষ্ক্রিয় করা হবে।