ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মিশনমোড়ে অবস্থিতয় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর ঘুরে গোল চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাইদুল ইসলাম, সদস্যসচিব নাজমুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কল্লোল, আদিতমারির আহবায়ক রনিসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে মুছাব্বিরকে হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।