মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে নতুন মাদারীপুর গ্রামের হাসান মুন্সির বিরোধ চলে আসছিল।
এর জেরে শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে তিন ঘণ্টা পর সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।