নবম পে স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন)। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।
সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।
পে কমিশনের একজন সদস্য সাংবাদিকদের জানান, বৈশাখী ভাতা বাড়নোরর সুপারিশ করা হচ্ছে। তবে ঈদ বোনাস আগের মতোই থাকবে।