একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সাথে অনুসন্ধানের ধারাবাহিকতায় মো. মশিউর রহমান রাঙ্গার সম্পদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।
সোমবার (১৯ জানুইয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, আসামি মো. মশিউর রহমান রাঙ্গা পাবলিক সার্ভেন্ট হিসেবে সংসদ সদস্য, জাতীয় পার্টির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকাকালে, কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কাছ থেকে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। এই অর্থ বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও নগদ লেনদেনের মাধ্যমে আদান-প্রদান করা হয়।
অনুসন্ধানকালে পর্যালোচিত ব্যাংক রেকর্ডে দেখা যায়, পনির উদ্দিন আহমেদ তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি ও হক স্পেশাল (পরিবহন ব্যবসা) এর ব্যাংক হিসাব থেকে ২০১৮ সালের অক্টোবর ও নভেম্বর মাসের বিভিন্ন তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সোনালী ব্যাংকের মাধ্যমে মো. মশিউর রহমান রাঙ্গার নামে পরিচালিত একাধিক হিসাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা জমা ও স্থানান্তর করেন। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে নগদে জমা করা হয়।
দুদক জানায়, এসব কার্যক্রমের মাধ্যমে আসামিরা দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।