রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভায় অংশ নিতে মিছিল নিয়ে যাচ্ছিল কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই মিছিলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিল সাইদুল ইসলাম চিশতী (১৪)।
মিছিলটি নগরীর কাজির দেওরী এলাকা অতিক্রম করে সিআরবি এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান চিশতী। তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহত সাইদুল ইসলাম চিশতী নগরীর এনায়েতবাজার এলাকার বাসিন্দা। তিনি একটি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বয়সের কারণে তার কোনো সাংগঠনিক পদ-পদবি না থাকলেও ছাত্রদল তথা বিএনপির প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি নিয়মিত মিছিল ও সমাবেশে অংশ নিতেন বলে জানায় স্থানীয়রা। তারা জানান, চিশতী একটি বিএনপি পরিবারের সন্তান ছিলেন।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রোববার নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান।