সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে আটক, এলাকাবাসীর স্বস্তি
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ২:২৭:২৫
দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করে।
জানা গেছে, ৩ আগস্ট রাতে মাসুদ রানা তিন যুবককে ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করে চাঁদা আদায় করেন। এর ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার টাকা এবং ইয়াবা উদ্ধারসহ মাসুদ রানা গ্রেফতার হন।
খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, “সেনাবাহিনী তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। চাঁদাবাজির মামলায় তাকে আদালতে পাঠানো হবে।”
মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক চাঁদাবাজির অভিযোগে একবার গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে ফের একই কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভীত ও অতিষ্ঠ ছিল।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আইন-বহির্ভূত কর্মকাণ্ড নির্মূলে ও জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
মাসুদ রানার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। তারা আশা করছেন, তার শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরবে।