কর্তৃত্ব নিয়ে সংঘাত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে প্রভাব ফেলছে, অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১:০১:৪১
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) পরিচালনা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহমেদ খান ও তার ছেলে আহমেদ ফরহাদ খান তানিম। প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, জালিয়াতি করে ট্রাস্টি বোর্ড পরিবর্তন ও বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা হয়েছে। শনিবার (৯ আগস্ট) জানা যায়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অধ্যাপক মকবুল আহমেদ খান। তবে অভিযোগে সরাসরি ছেলের নাম উল্লেখ করেননি। অন্যদিকে, পরিবর্তিত ট্রাস্টি বোর্ড অবৈধভাবে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, বিরোধের কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।
ইউজিসির তদন্ত
ইউজিসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ভিসি নিয়োগে সঠিক প্রক্রিয়া অনুসরণ হয়নি। ট্রাস্টি বোর্ড বৈধ কিনা তা যাচাই করা দরকার।”
প্রতিষ্ঠাতার অভিযোগ
অধ্যাপক মকবুল আহমেদ দাবি করেন, তিনি বিশ্ববিদ্যালয়টি ওয়াকফ করে জনকল্যাণে কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে ছেলে ও তার ভায়রা মিলে তাকে ট্রাস্টি বোর্ড থেকে বের করে দেয়। একটি ভুয়া বোর্ড সভা করে চারজন বৈধ ট্রাস্টিকে ‘পদত্যাগকারী’ দেখিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। এরপর অবৈধভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ট্রাস্টি পরিবর্তনের অনুমোদন নেয়া হয়।
ভিসি নিয়োগে অনিয়মের অভিযোগ
২৫ জুন ২০২৫ মেয়াদ শেষ হওয়া ভিসি অধ্যাপক মো. আলিম দাদের স্থলে ১৬ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম মরতুজাকে ভারপ্রাপ্ত ভিসি করা হয়। অভিযোগ উঠেছে, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর বা ট্রেজারার সাময়িক দায়িত্ব পালন করবেন; বাইরের কাউকে সরাসরি নিয়োগের সুযোগ নেই। ইউজিসি সূত্র জানিয়েছে, প্রক্রিয়া অনুসরণ না করে হঠাৎ প্রজ্ঞাপন জারি করলে নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।
তদন্ত কমিটির সদস্যরা
তদন্ত কমিটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার। অন্য দুই সদস্য হলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ এবং সহকারী পরিচালক পারভেজ গাজী।