সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ওয়েস্টমিনস্টার
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১০:২০:৫৫
গত মাসে ব্রিটিশ সরকার কর্তৃক ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানাতে শনিবার ওয়েস্টমিনস্টারের পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। স্থানীয় সময় রাত ৯টার মধ্যে পুলিশ ৪৬৬ জনকে গ্রেফতার করে।
মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিক্ষোভকারীদের। এর আগে পুলিশ ঘোষণা করেছিল, সংগঠনটিকে সমর্থন জানানোর জন্য কাউকে গ্রেফতার করতে দ্বিধা করবে না।
ভিডিওচিত্রে দেখা গেছে, স্কয়ারে বসে থাকা বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে নিচ্ছে। তাঁদের হাতে ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড। অনেকে ফিলিস্তিনি পতাকার নকশা সম্বলিত স্কার্ফ পরেছিলেন।
‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের অ্যাডভোকেসি গ্রুপের আয়োজিত এ বিক্ষোভে গাজায় চলমান যুদ্ধ এবং প্যালেস্টাইন অ্যাকশনের ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সমালোচকরা অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সরকার মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার সীমিত করছে।
২০০০ সালের সন্ত্রাসবাদ আইন অনুযায়ী, প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যপদ গ্রহণ করা বা সমর্থন জানানো এখন অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।
বিক্ষোভকারীদের একজন, প্যাডি ফ্রেন্ড, বলেছেন “যদি মাত্র সাতটি শব্দ লেখা একটি সাইন নিয়ে চুপচাপ বসে থাকাও অপরাধ হয়, তবে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা কোথায়?