রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইউনাইটেড ন্যাশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ১৩তম স্বেচ্ছাসেবক সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। গত শনিবার থেকে সদস্য সংগ্রহের আবেদন শুরু হয়েছে। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
ইউনিস্যাব সর্বদা তরুণদের ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার, টেকসই উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এসব লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি দায়িত্বশীল, সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলাই সংগঠনটির অগ্রযাত্রার মূল উদ্দেশ্য।
সংগঠন সূত্রে জানা যায়, সদস্য সংগ্রহ কার্যক্রমের রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমে শুরু হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সদস্য সংগ্রহের আবেদন জমা নেওয়া হবে। অফলাইনে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকিতে অফলাইন বুথে সকাল ৯টা থেকে ৪টা এবং অনলাইনে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdMgBmx7zHK7decPBDKe2ydZQim61cTmijRD-FtiPIzmcQjjw/viewform?pli=1এই লিংকের মাধ্যমে প্রার্থীরা যেকোনো সময়ে আবেদন করতে পারবেন।
ইউনিস্যাব বিশ্বাস করে, বর্তমান যুবসমাজকে শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে প্রকৃত নেতৃত্ব বিকাশ সম্ভব নয়। তাই তরুণদের গঠনমূলক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বদানে উদ্বুদ্ধ করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ইউনিস্যাবের মূল স্লোগান ‘Leadership through Volunteerism’, অর্থাৎ ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ।’
উল্লেখ্য, ইউনিস্যাব রাজশাহী বিভাগ ২০১৪ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক কর্মসূচির আয়োজন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, মডেল ইউনাইটেড নেশন (MUN), ইদ ফর স্ট্রিট চিলড্রেন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা।