প্রকাশিত :
১০ নভেম্বর ২০২৫, ৬:৫৯:৩০
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন নায়িকা। এরপর তিনি গেল বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে সত্যিই ফিরেছিলেন লাইট-ক্যামেরার সামনে।
গত বছর দেশে ফিরে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু করেছিলেন শাবনূর। প্রথম অংশের শুটিং শেষ করে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি সিনেমাটির। কথা ছিল এই সিনেমার মাধ্যমে নতুন করে আবারও পর্দায় ফিরবেন শাবনূর। কিন্তু সম্প্রতি হতাশার খবর এলো শাবনূর-ভক্তদের জন্য।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অসম্পূর্ণ ‘রঙ্গনা’ ছবিটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘রঙ্গনা’ ছবির ২০ মিনিটের একটি পর্ব।
এ বিষয়ে ছবিটির প্রযোজক মৌসুমী মিথিলা বলেন, ‘শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারব না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়ায় লুকও মিলবে না। ভাবলাম দর্শকের বঞ্চিত করে লাভ কী! যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।’
তবে হোয়াটসঅ্যাপে ছবিটির বিষয় নিয়ে ক্ষুদে বার্তা পাঠালেও কোনো সাড়া দেননি শাবনূর।
শাবনূর-ভক্তরা যে আশায় ছিলেন, সে আশা ভঙ্গ হলো ‘রঙ্গনা’ ছবিটির আংশিক অংশ ইউটিউবে প্রকাশের মাধ্যমে। সব মিলিয়ে দীর্ঘদিন পর শাবনূরের প্রথম উপস্থিতি খুব একটা আশা জাগাতে পারেনি ভক্তদের মনে। প্রত্যাশার জায়গায় হতাশার পাল্লাই ভারী হল।