জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( জাকসু) থেকে সম্মাননা পেলেন শোবিজের জনপ্রিয় অভিনেতা শুভাশিস ভৌমিক, ফারুক আহমেদ ও আবদুন নূর সজল।
১২ জানুয়ারি সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা তুলে দেয়া হয়।
মঞ্চে তিন অভিনয় তারকার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
এই তিন অভিনয়শিল্পীই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। শুভাশিস ভৌমিক ও ফারুক আহমেদ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সজল বিবিএ থেকে পড়ালেখা সম্পন্ন করেন।
এই সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে অন্যরকম এক অনুভ‚তি কাজ করে। সব কিছু আপন মনে হয়। ছাত্র সংসদ কর্তৃপক্ষ আমাদের যেভাবে সম্মান জানিয়েছি, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, এই তিন অভিনয়শিল্পীই নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেন।