২০২৪ সালে ঢালিউডে ‘তুফান’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর থেকে বাংলাদেশেও এখন দারুণ জনপ্রিয় কলকাতার এই চিত্রনায়িকা।
বর্তমানে মিমি শুধু অভিনয় নিয়েই মনযোগী। আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রযোজিত প্রথম হরর-কমেডি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন মিমি। ছবিটি নিয়ে এরইমধ্যে দর্শকের মধ্যে দারুণ আগ্রহ তৈরী হয়েছে।
এই পরিস্থিতিতে আবারও রাজনৈতিক প্রসঙ্গে ঘুরপাক খাচ্ছে মিমি চক্রবর্তীর নাম। যদিও তিনি সেই কাজে এখন আর নেই।
সবার জানা আছে, অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও এক সময় সক্রিয় ছিলেন মিমি চক্রবর্তী। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি এবং বিপুল ভোটে জয়লাভ করেন।
রাজনীতিতে সফল যাত্রা সত্তে¡ও ২০২৪ সালের ১৫ ফেব্রæয়ারি হঠাৎ সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন তিনি।
তখন অবশ্য এর কারণ প্রকাশ করেন নাই এই জনপ্রিয় চিত্রনায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ জানালেন মিমি। তিনি বলেন, ‘ এখন রাজনীতি থেকে সরে এসে আমি আমার অভিনয় এবং তার সঙ্গে যুক্ত সবকিছুর দিকে অনেক বেশি মন দিতে পারছি। আমাকে শুধু কাজ নয়, আমার বাড়ি, বাবা-মার সবকিছুর দায়িত্ব সামলাতে হয়। তাই অভিনয়, পরিবার এবং নিজেকে সময় দেয়ার জন্যই রানীতি ছেড়েছি।