আবেদনের ঘাটতি নিরসনে ৩ আগস্টের মধ্যে সংশোধিত দলিল চাইল নির্বাচন কমিশন
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ৬:০৫:৩১
নিবন্ধনের জন্য দেওয়া আবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ ঘাটতি ও ত্রুটি চিহ্নিত করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩ আগস্টের মধ্যে এসব ত্রুটি সংশোধন করে উপযুক্ত দলিলপত্র জমা দিতে বলা হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপিসহ ১৪৪টি দল আবেদন করেছে। সংবিধি ও বিধিমালায় নির্ধারিত বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে দলগুলোকে নিবন্ধনের জন্য বিবেচনা করা হয়।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনসিপির আবেদন যাচাই করে দেখা গেছে—দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় সম্পর্কিত পূর্ণাঙ্গ তালিকা, সুনির্দিষ্ট ঠিকানা ও ভাড়ার চুক্তিপত্র যথাযথভাবে সংযুক্ত হয়নি। অন্তত ২৫টি উপজেলায় দলের প্রয়োজনীয় সংখ্যক (নূন্যতম ২০০ জন ভোটার) সদস্য পাওয়া যায়নি।
এছাড়া দলের তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত তথ্য অনুপস্থিত, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রে স্বাক্ষরের ঘাটতি রয়েছে এবং গঠনতন্ত্রে সংসদীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা হয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘কোলাবোরেটর অর্ডার ১৯৭২’ ও ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭২’-এর আওতায় দণ্ডিত ব্যক্তি দলে নেই—এমন প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করা হয়নি।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “আমরা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। কমিশন যেসব দলিল ও তথ্য চেয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া হবে।”
উল্লেখ্য, নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলকে অন্তত ৩৩টি জেলায় কার্যকর কমিটি, প্রতিটি জেলায় কমপক্ষে ২০০ জন ভোটার সদস্য, স্পষ্ট গঠনতন্ত্র, আর্থিক প্রতিবেদন এবং আইনি শর্ত অনুযায়ী অন্যান্য প্রমাণপত্র দাখিল করতে হয়।
ইসি সূত্র জানায়, সংশোধিত আবেদনের ভিত্তিতে আবারও যাচাই-বাছাই শেষে মাঠপর্যায়ে তদন্ত করে দলগুলোর কার্যক্রম, কার্যালয় ও সংগঠন কাঠামোর বাস্তবতা নিরূপণ করা হবে।