অভিবাসন ও বিনিয়োগকে প্রাধান্য দিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক ও নোট বিনিময়ের সম্ভাবনা
প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১১:১০:০৪
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।
এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন, বিনিয়োগ, নতুন কর্মী নিয়োগ, পেশাদার কর্মসংস্থান ও শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার কথা জানা গেছে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী, বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, ব্যবসায়িক কাউন্সিল গঠন, গবেষণা ও নীতি-নির্ধারণী সহযোগিতা, হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ক পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১৩ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন।