মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
| ১৯ কার্তিক ১৪৩২
সংসদীয় আসন পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত ও দলীয় নিবন্ধনসহ ২৪ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন
নাগরিক ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই রোডম্যাপ প্রকাশ করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রোডম্যাপে নির্ধারিত প্রতিটি কার্যক্রম সময়মতো সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।