প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ৮:২৭:২২
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি দুই রাজনৈতিক দল হচ্ছে আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। দাবি-আপত্তি শেষে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পেলে এই প্রতীকগুলো দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করবে এই তিন দল।
মঙ্গলবার (৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দলগুলোর মধ্যে এনসিপিকে ‘শাপলা কলি’, আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ ও মার্কসবাদীকে ‘কাঁচি’ প্রতীক দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপ্রেসেন্টেশন অব পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং. ১৫৫) এর পরিচ্ছেদ ৬(এ) এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা কমিশনের কাছে দরখাস্ত দিয়েছেলেন। দলগুলোর মধ্যে এনসিপির প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’, আমজনগণ পার্টির প্রার্থিত প্রতীক ‘হ্যান্ডশেক’ ও মার্কসবাদী দলের প্রার্থিত প্রতীক ‘কাঁচি’।
বিজ্ঞপ্তিতে দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।