প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩০:২৮
রাজধানীর ধানমন্ডি ৩২-এ দু’টি এস্কেভেটর নেওয়া হয়েছে। এক দল তরুণ এগুলোর সঙ্গে আছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এস্কেভেটর দুটি ধানমন্ডি ৩২-এ আসতে দেখা যায়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। দুই পাশের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে।
গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যেটির রায় হতে যাচ্ছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।