আপডেট :
১৯ নভেম্বর ২০২৫, ১২:১৪:২৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বুধবার (১৯ নভেম্বর) সকালে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে তিনি একথা বলেন।
সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা মুখ্য। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং ইসি দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।
তিনি আরও বলেন, সুন্দর নির্বাচনের জন্য আচরনবিধি পরিপালন গুরুত্বপূর্ন। দলগুলো দেশের মঙ্গল কামনা করে এই বিশ্বাস আছে ইসির। সংস্কার কমিশনের অনেক সুপারিশ অন্তর্ভূক্ত করেছে ইসি।
এ সময় সংলাপের শুরুতে জামায়াতসহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য চ্যালেঞ্জ। ইসিকে সাহসী হতে হবে। জবাবদিহি থাকতে হবে। সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখতে হবে। প্রশাসনের একই অবস্থা। রক্ষক যেন ভক্ষক না হয়। দলকানা লোক সরকারেও আছে। অবৈধ অস্ত্র উদ্ধার না হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। ডিসি-এসপিদের শতভাগ লটারির মাধ্যমে নিয়োগ করতে হবে। জুলাই সনদ/ গনভোট গুরুত্বপূর্ন। এ বিষয়ে ইসির পরিকল্পনা জানা যাচ্ছে না। প্রবাসীরা কীভাবে গনভোট দিবে সেটি অস্পষ্ট।
এর আগে, সকালে ১০টার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে ইসি। বৈঠকে দিনের দুই ভাগে জামায়াতে ইসলামী, এনসিপি, গনসংগতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৩ দল অংশ নিচ্ছে।