আপডেট :
০৪ ডিসেম্বর ২০২৫, ৮:০৩:৫৮
বেশ কয়েকদিন যাবত সংকটাপন্ন অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।
তবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল (শুক্রবার) ভোরে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
এরই মধ্যে খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে কাতারের রাজপরিবার। বিশেষ এই অ্যাম্বুলেন্সে রয়েছে বেশ কিছু আধুনিক সুবিধা, যার কারণে এটিকে একটি উড়ন্ত আইসিইউ বা উড়ন্ত হাসপাতালও বলা হয়ে থাকে।
কাতারের রাজপরিবারের মালিকানাধীন এয়ার অ্যাম্বুলেন্সটি এয়ারবাস এ-৩১৩ মডেলের। যদিও নিরাপত্তার জন্য এক পূর্ণাঙ্গ বিবরণ গোপন রাখা হয়েছে। বিশেষ এই অ্যাম্বুলেন্সটি সংকটাপন্ন রোগীদের অতি যত্নের সঙ্গে দূরপাল্লার গন্তব্যে নিতে বেশ কার্যকর।
সংশ্লিষ্টদের মতে বিমানটিতে জরুরি অবস্থা মোকাবেলার জন্য সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত। যা পরিবহনের সময় রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করে। এতে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প এবং উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। এতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য স্টোরেজও রয়েছে, যা বিভিন্ন জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিশ্চিত করে।
কাতারের রাজপরিবারের এই এয়ার অ্যাম্বুলেন্সে স্ট্রেচার রাখার জায়গা, রোগীর জন্য ব্যক্তিগত এলাকা এবং রোগীর পরিবারের সদস্য ও বিশেষজ্ঞদের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজকীয় মেডিকেল ইউনিটের চারজন চিকিৎসক এবং প্যারামেডিক থাকেন। এই দলটি হৃদরোগ বা ট্রমাজনিত ঘটনাগুলির মতো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য দক্ষ।
এয়ারবাসের এ-৩১৩ মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শব্দরোধী ব্যবস্থা রয়েছে, যা বিমানের চাপ কমাতে এবং রোগীর আরাম বাড়াতে সাহায্য করে। রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অনবোর্ড মেডিকেল টিম হাসপাতলে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে সক্ষম। পাশাপাশি একটি বিশেষায়িত কেবিন অক্সিজেনের সর্বোত্তম মাত্রা বজায় রাখে, যা শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করতে পারে, যা একটানা প্রায় ১১ হাজার ২৬৫ কিলোমিটার উড়তে সক্ষম। এছাড়াও ছোট রানওয়েতে অবতরণের ক্ষমতা এটিকে যেকোনো বিমানবন্দরে অবতরণে সাহায্য করে।