আপডেট :
০৫ ডিসেম্বর ২০২৫, ৭:০৪:২০
রাজধানীর কেরানীগঞ্জে অবস্থতি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম আবুল হোসাইন (৮৭)।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৯ নভেম্বর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
জানা গেছে, কয়েদি আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কারারক্ষী মো. আরমান জানান, গত ২৯ নভেম্বর রাত আটটার দিকে আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ (শুক্রবার) সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম মৃত মোজগের আলী। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।