ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- হলেন জিন্নাত (২৪), মো. বিল্লাল, আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩১)। ডিএমপি ডিবি সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জড়িতদের শনাক্তকরণ, গ্রেপ্তার ও হত্যার মোটিভ উদঘাটনে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে ডিবির কয়েকটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয় বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, ডিবির একাধিক আভিযানিক দল শনিবার ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেল ও নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টায় মোসাব্বিরসহ দুজনকে গুলি করা হয়। এতে মোসাব্বির নিহত হন এবং সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় নিহত মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার বা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।