মাহফুজ আলম ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে আদর্শিক সমন্বয়ের চেষ্টা, ঘোষণা আসতে পারে ৫ আগস্টের আগেই
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১১:০৬:৪৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া আবারও ত্বরান্বিত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন, মতবিরোধ এবং আদর্শিক দ্বন্দ্বের কারণে ঘোষণাপত্রটি তার নির্ধারিত সময়সীমায় প্রকাশ করা যায়নি।
জানা গেছে, ঘোষণাপত্রটি মূলত ৩১ ডিসেম্বর প্রকাশের কথা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য না হওয়ায় সেই সময় এটি বিলম্বিত হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ খসড়া জমা দিলেও মূল ঘোষণাপত্রের ভাষা, প্রস্তাবনা ও স্বীকৃতির ধারা নিয়ে মতানৈক্য থেকেই যায়।
এ প্রসঙ্গে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মার্চ-এপ্রিলের মধ্যে কোনো আলোচনা এগোয়নি, রমজান মাসের কারণে রাজনৈতিক কর্মতৎপরতা স্থবির হয়ে পড়ে। মে মাসে বিষয়টি আবার উত্থাপিত হলেও রাজনৈতিক নেতৃবৃন্দ অনাগ্রহ দেখান। তবে জুনে আবার আলোচনা শুরু হলে সিদ্ধান্ত হয় সরকার জ্যেষ্ঠ উপদেষ্টাদের মাধ্যমে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবে এবং একটি সর্বসম্মত খসড়া প্রস্তুত করা হবে।
সূত্রটি আরও জানায়, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই কয়েক দফা বৈঠক হয়েছে, তবে কিছু ঐতিহাসিক ও আদর্শিক ধারা নিয়ে এখনও বিরোধ রয়ে গেছে। বিশেষ করে, ছাত্র-জনতার অভ্যুত্থানের স্বীকৃতি ও ব্যাখ্যার ভাষা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন। যদিও ছাত্রদের পক্ষ থেকে অনেক দাবির বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো এখনও সমন্বয়ের পথে পুরোপুরি হাঁটেনি।
সরকারের এক শীর্ষ উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করি, সবাই ছাড় দিয়ে এই ঘোষণাপত্রকে বাস্তব রূপ দিবে। ৫ আগস্টের আগেই তা চূড়ান্ত হবে এবং ছাত্র-জনতার আত্মত্যাগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে।’
তবে একটি গোপন নথি অনুযায়ী, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্বকে স্বীকৃতি দিলেও জুলাইয়ের অভ্যুত্থানের স্বীকৃতি বাদ দেওয়ার চেষ্টাও দেখা গেছে। সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, ‘জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার ন্যায্য দাবির পূর্ণ স্বীকৃতি দিতে হবে।’
এদিকে, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে সরকার জানিয়েছে, এই প্রজন্মের আত্মত্যাগ রাজনৈতিকভাবে স্বীকৃতি না পেলে ইতিহাসে বড় ভুল থেকে যাবে।
মাহফুজ আলম ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত