আপডেট :
১২ নভেম্বর ২০২৫, ২:৩১:৩২
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উত্তর ক্যারোলিনার বাসিন্দা বারবারা মুনফোর্ড। টানা ছয় বছরের অধ্যবসায়, সামান্য ধৈর্য আর বোনের ভরসায় ভাগ্য খুলে তার। সম্প্রতি ক্যাশ ৫ লটারিতে ১ লাখ ৫৪ হাজার ১৬৮ (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকার বেশি)-এর বাম্পার জ্যাকপট জিতেছেন তিনি।
পেশায় শিক্ষিকা এবং চার নাতি-নাতনির দাদি বারবারা মুনফোর্ড টানা ছয় বছর ধরে একই নম্বরের টিকিট কিনছিলেন।
নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, বারবারা তার এই অভূতপূর্ব সাফল্যের জন্য তার বোনকে কৃতিত্ব দিয়েছেন। বারবারা বলেন, ‘আমার বোন আমাকে একই নম্বরগুলো খেলতে থাকতে বলেছিল। সে বলেছিল, আমি একদিন ঠিকই জিতব।’ বারবারা জানান, বোনের সেই বিশ্বাসই আজ সত্যি হলো।
গত সোমবার রাতে ড্র হওয়ার পর মধ্যরাতের ঠিক পরে বারবারা তার লটারির নম্বর মিলিয়ে দেখেন। তার টিকিটটিই সমস্ত বিজয়ী নম্বরের সঙ্গে মিলে যায়। তিনি হোপ মিলসের লিজিয়ন রোডের ‘লাকি স্টপ’ থেকে মাত্র এক ডলার দিয়ে এই টিকিটটি কিনেছিলেন। এই লটারি জেতার সম্ভাবনা ছিল ৯ লাখ ৬২ হাজার ৫৯৮-এ মাত্র ১।
মঙ্গলবার (১১ নভেম্বর) বারবারা তার পুরস্কারের অর্থ গ্রহণ করেন। সব ধরনের ফেডারেল এবং রাজ্য কর কাটার পর তার হাতে এসেছে ১ লাখ ১০ হাজার ৬১৬ ডলার।
বিপুল অঙ্কের এই টাকা দিয়ে কী করবেন এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বারবারা বলেন, ‘আমি এখন ক্যাশ ৫-কে ভালোবাসি!’ তবে সব থেকে জরুরি যে কাজটি তিনি করবেন, তা হলো বাকি থাকা সমস্ত বিল পরিশোধ করা।