প্রকাশিত :
০২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬:৫৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনা চিকিৎসকদের প্রাথমিক দলের পর এবার যোগ হচ্ছে বিশেষজ্ঞদের মূল দল। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসবে দলটি। এর আগে সোমবার (১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে আসে প্রাথমিক দল।
এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আজ বেলা ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফ করবেন বলে জানা গেছে।
এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার অবনতির খবরে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতা-কর্মীরা। এভারকেয়ার হাসপাতালের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীরও কঠোর অবস্থান দেখা গেছে।
এর আগে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের জন্য নিয়োগ দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। লিভার, কিডনি ও হৃদ্যন্ত্রের বহু জটিলতার জন্য তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত রোববার রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরে নেওয়া হয়। গতকাল সোমবার পাঁচ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছান। তাঁরা হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে।