আপডেট :
০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২:২৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাহিদ হোসেন।
খালেদা জিয়া এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মানুষ যেন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে কোনো গুজবে বিশ্বাস না করে। অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, সারা বিশ্বের অনেক মানুষ, দেশবাসী ও সবাই দোয়া ও সহযোগিতা করছে। তাই মানুষ যেন সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং কোনো গুজবে কান না দেয়।
এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা।