তারেক রহমানের নিরাপত্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তার দল দেখছে এবং তারা সরকারের কাছ থেকে যা যা সহযোগিতা চাচ্ছেন সেটি সরকার দেখছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
এদিন প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা তার প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে সিকিউরিটি তা নিয়ে আমাদের সাথে তার পার্টির আলোচনা হচ্ছে। যতটা তারা চাচ্ছেন বিএনপির সাথে কথা বলেই সেটুকু দেখা হচ্ছে। আমাদের দিক থেকে সর্বোচ্চ অ্যাফোর্ট আছে তাকে ভালো সিকিউরিটি দেওয়ার।’
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে।
এ ছাড়া এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে। সেজন্য এ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।’
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সব নিরাপত্তা সংস্থা এটা নিয়ে কাজ করছে। মূল সন্দেহভাজন না হলেও আশপাশে ছিলেন-এমন অনেককে আটক করা হয়েছে। সর্বোচ্চ চেষ্টা আছে আমাদের।’
ময়মনসিংহে দিপু চন্দ্র দাস ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় ভিডিও ও ভিজ্যুয়ালস দেখে কমপক্ষে ১২ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এ মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। সংখ্যালঘুদের সুরক্ষায় সর্বোচ্চ অ্যাফোর্ট দিচ্ছি। দুর্গাপূজায় ও অন্য ধর্মীয় উৎসবে দেখেছেন যথেষ্ট নিরাপত্তা ছিল। উৎসবগুলো যেন আনন্দের সাথে হয় ও নিরাপত্তা থাকে সেই চেষ্টা করেছি।’