প্রকাশিত :
১৮ ডিসেম্বর ২০২৫, ২:৩৭:১২
গেল কয়েক বছর ধরেই ইমরান খানকে কেন্দ্র করে উত্তাল হয়ে আছে পাকিস্তানের রাজনীতি। সাবেক এই প্রধানমন্ত্রীকে নিজেদের ক্ষমতার জন্য চরম হুমকি মনে করে আসছে সেনাবাহিনীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবুও বিন্দুমাত্র কমেনি তার জনপ্রিয়তা। উল্টো ইমরান খানের মুক্তির দাবিতে আরও জোড়ালো হচ্ছে জনমত। এমনকি কারাগারে তার শারীরিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর মধ্যেই পাকিস্তানে আসার ঘোষণা দিয়েছেন ক্যাপ্টেন খানের দুই ছেলে। ধারনা করা হচ্ছে তাদের আগমনে আবারও উত্তাল হয়ে উঠবে পাক রাজনীতি।
ইমরান খানের ছেলে কাসিম খান ও সুলায়মান খান জানান আগামী জানুয়ারিতে পাকিস্তানে আসার জন্য তারা ভিসার আবেদন করেছেন। এ সময় তারা দাবি করেন কারাগারে ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে। স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম পডকাস্টে এমন দাবি করেন তারা।
সাক্ষাতকারে ইমরানপুত্ররা দাবি করেন তাদেরকে পাকিস্তান না আসার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। যদিও তারা পরবর্তীতে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কাছ থেকে জানতে পারেন তারা পাকিস্তানে আসতে পারবেন এবং ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন।
ইমরানপুত্ররা জানান, ক্ষমতায় থাকা ব্যক্তিরা দিন দিন আরও কঠোর হয়ে উঠছে। তারা এখন মনে করছেন তারা হয়তো আর কখনোই তাদের বাবাকে দেখতে পাবেন না। সুলায়মান খান মনে করেন আন্তর্জাতিক চাপ হয়তো এই পরিস্থিতি পাল্টাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ইমরানপুত্র কাসিম দাবি করেন, কারাগারে যেখানে ইমরান খানকে রাখা হয়েছে তাকে খারাপ বলা যায় না, বরং এটা ভয়ঙ্কর পরিবেশ। সুলায়মান খান দাবি করেন, ইমরান খানের কক্ষে আলো প্রবেশ করে খুবই কম, অনেক সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তাকে নোংরা পানি দেয়া হয়, যা একজন বন্দির প্রতি আচরণের জন্য আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খানের দুই ছেলে পাকিস্তান সফর করলে পিটিআই নেতারা তার মুক্তির জন্য আরও উজ্জীবিত হতে পারে। এমনকি নতুন করে সরকারবিরোধী আন্দোলনও আরও চাঙ্গা হয়ে উঠতে পারে পাকিস্তানজুড়ে। এমন অবস্থায় কাসিম ও সুলায়মানের ভিসা আবেদন অনুমোদনের কতটা সম্ভাবনা রয়েছে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।