রুদ্ধশ্বাস ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা ঘরে তুলে গায়ানা আমাজন ওয়ারিয়র্স
গ্লোবাল সুপার লিগ-এর জমজমাট ফাইনালে জয় ছিনিয়ে নিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে তারা প্রথমবারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
শনিবার (১৯ জুলাই) গায়ানার মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক গায়ানা। দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শনীতে তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ১৯৬ রান, যা এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) ও আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ (৩৮ বলে ৬৬)। শেষদিকে রোমারিও শেফার্ড ৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১ চার ও ৩টি বিশাল ছক্কা। গুরবাজের দারুণ ব্যাটিংয়ের সুবাদে তিনি হয়েছেন ম্যাচসেরা।
রংপুরের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।
১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। ওপেনার ইবরাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩) ৪.১ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান। পাওয়ার প্লের মধ্যেই তৃতীয় উইকেটও হারালে চাপে পড়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

সাইফ হাসান ও ইফতিখার আহমেদ ৭৩ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ২৬ বলে ৪১ রান করে সাইফ হাসান রানআউট হন, এরপর দ্রুত উইকেট হারায় রংপুর। ইফতিখারও ৪৬ রানে এলবিডাব্লিউ হন ডোয়াইন প্রিটোরিয়াসের বলে। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রান করলেও তা দলের হার ঠেকাতে পারেনি।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে রংপুর অলআউট হয় ১৬৪ রানে।
গায়ানার বোলারদের মধ্যে ডোয়াইন প্রিটোরিয়াস ৩৭ রানে ৩টি উইকেট নিয়েছেন, ইমরান তাহির ও গুডাকেশ মোটি নিয়েছেন ২টি করে উইকেট।