হ্যাটট্রিক তৃষ্ণা রানীর, বড় জয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফাইনাল লড়াইয়ের পথে
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১১:৪০:৩৬
লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার (৮ আগস্ট) অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে দারুণ ফুটবল প্রদর্শন করল বাংলাদেশ নারী ফুটবল দল। পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে তারা এগিয়ে গেল মূল পর্বের পথে। ম্যাচে তৃষ্ণা রানী করেছেন হ্যাটট্রিক, একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।
প্রথমার্ধের ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে শিখার নিখুঁত হেডে প্রথম গোল পায় বাংলাদেশ। ৩৩ মিনিটে শান্তি মার্ডির কর্নার সরাসরি জালে গিয়ে ব্যবধান দ্বিগুণ হয়। তিন মিনিট পর আবার কর্নার থেকে নবীরণ খাতুন হেডে তৃতীয় গোল করেন। যোগ করা সময়ে সাগরিকার পাসে আলতো শটে তৃষ্ণা করেন চতুর্থ গোল।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে গোলমুখে জটলার সুযোগ কাজে লাগিয়ে তৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করেন। ৭৩ মিনিটে একক প্রচেষ্টায় সাগরিকা গোল করেন ষষ্ঠটি। ৮২ মিনিটে সাগরিকার পাসে তৃষ্ণা পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ বাঁশির আগে মুনকি আক্তার দেন অষ্টম গোলের স্বাদ।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা, যা মূল পর্বে ওঠার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে।