প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ফরাসি সংবাদমাধ্যম দ্য প্যারিসিয়ান জানিয়েছে
প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ২:২১:৩৫
প্যারিস, ১২ আগস্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ফরাসি সংবাদমাধ্যম দ্য প্যারিসিয়ান জানিয়েছে, উয়েফা সুপার কাপের স্কোয়াড থেকে ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বাদ দিয়েছে ক্লাবটি। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম ও দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, দুই পক্ষের সম্পর্ক ভেঙে গেছে, এবং দোন্নারুম্মার পিএসজি ছাড়ার সম্ভাবনা "১০০%"।
সুপার কাপের আগে সম্পর্কের ইতি
ইতালির উদিনেসের ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। মেইল অনলাইন জানিয়েছে, স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর দোন্নারুম্মা নতুন চুক্তি সই না করে ক্লাব ছাড়বেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা পড়েনি।
চুক্তি নবায়ন করবেন না দোন্নারুম্মা
দোন্নারুম্মার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে বিভিন্ন সূত্র বলছে, এই মৌসুমের দলবদল উইন্ডোতেই তিনি প্রিমিয়ার লিগে যোগ দিতে পারেন। আরএমসি স্পোর্ট জানিয়েছে, পছন্দের ক্লাব না পেলে তিনি চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতে থাকতেও পারেন।
বিকল্প প্রস্তুত রেখেছে পিএসজি
দোন্নারুম্মার বিকল্প খুঁজে ফেলেছে পিএসজি। গত শনিবার লিঁল থেকে ২৩ বছর বয়সী গোলকিপার লুকাস শেভালিয়ারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে তারা। সুপার কাপেই শেভালিয়ারের অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি।
পিএসজিতে দোন্নারুম্মার সাফল্য
২০২১ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। তাঁর নেতৃত্বে টানা চারবার লিগ আঁ শিরোপা ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে প্যারিসের ক্লাবটি। গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ইতালিয়ান তারকা।