প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে ৪-০ গোলের দাপুটে জয়, আলো ছড়ালেন নবাগত রেইন্ডার্স
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তি জানান দিল ম্যানচেস্টার সিটি। উলভসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের জয়ে বড় ভূমিকা রাখেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড ও নতুন সাইনিং রেইন্ডার্স।
৩৪ মিনিটে রেইন্ডার্সের ফ্লিক থেকে রিকো লুইস বল বাড়ান হাল্যান্ডকে। ফাঁকা জালে বল পাঠিয়ে এগিয়ে নেয় সিটি। মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। উলভসের আন্দ্রে গোমেসের ভুলে বল পেয়ে দারুণ লো শটে গোল করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। প্রিমিয়ার লিগ অভিষেকেই আলো ছড়ালেন তিনি।
দ্বিতীয়ার্ধে গোল শোধের সুযোগ পেয়েছিল উলভস। তবে স্ট্র্যান্ড লারসেনের শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। ৬১ মিনিটে আবারও গোল করেন হাল্যান্ড। এবারও অ্যাসিস্ট করেন রেইন্ডার্স। ৮১ মিনিটে বদলি হিসেবে নামা রায়ান শেরকি গোল করে জয় নিশ্চিত করেন সিটির।
গত মৌসুমে প্রথমবার বড় কোনও ট্রফি ছাড়াই বছর শেষ করেছিল সিটি। তবে নতুন মৌসুমের শুরুতেই আগের হতাশার ছায়া কাটিয়ে চ্যাম্পিয়নদের মতো সূচনা করল তারা।
অন্যদিকে টটেনহামও জয় দিয়ে মৌসুম শুরু করেছে। বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। ১০ ও ৬০ মিনিটে গোল করার পর ৬৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ব্রেনান জনসন।