৪৪ বার ম্যাচসেরা সাকিব, এখন শীর্ষে পৌঁছানোর লক্ষ্য
সাকিবের ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স, পেলেন ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি
প্রকাশিত :
২৬ আগস্ট ২০২৫, ৬:৩১:০২
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। গতকাল সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনসের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। বল হাতে মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতে ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ২৫ রান। তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্সে দল ৭ উইকেটে জয় পায়।
এ পারফরম্যান্সের সুবাদে সাকিব পান ম্যাচসেরার পুরস্কার, যা তাঁর ক্যারিয়ারের ৪৪তম। এই অর্জনে তিনি আন্দ্রে রাসেলের সমান হয়ে গেছেন। রাসেল ৫৬৪ ম্যাচ খেলে ৪৪ বার ম্যাচসেরা হয়েছেন, আর সাকিব তা অর্জন করেছেন মাত্র ৪৫৭ ম্যাচে।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার মালিক এখনও ক্রিস গেইল, যিনি ৬০ বার ম্যাচসেরা হয়েছেন। তবে গ্লেন ম্যাক্সওয়েল (৪৮), কাইরন পোলার্ড (৪৭) ও অ্যালেক্স হেলসের (৪৫) পরেই অবস্থান করছেন সাকিব। এর মানে খুব শিগগিরই তালিকায় আরও ওপরে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের এই তারকার সামনে।
বিশ্ব ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজারের বেশি রান ও ৫০০ উইকেটের মালিক সাকিব আবারও প্রমাণ করলেন, তিনি এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে কার্যকর অলরাউন্ডারদের একজন।