লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা বললেন নিজেদের পরিকল্পনা মেনে খেলতে চান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহারই লক্ষ্য
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৮:২৭
এশিয়া কাপে ইতোমধ্যেই প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এবার সেই বাংলাদেশকেই প্রতিপক্ষ হিসেবে নিয়ে মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। শনিবারের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে লঙ্কানদের এবারের আসর।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, “আমার মনে হয় আমরা সবাই জানি বাংলাদেশ এই মুহূর্তে দারুণ করছে। আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছিলাম। তবে ভালো ক্রিকেট খেলেছি। এবার মূল লক্ষ্য হলো নিজেদের পরিকল্পনা ও কৌশল সঠিকভাবে কাজে লাগানো।”
বাংলাদেশ–শ্রীলঙ্কার দ্বৈরথ এখন ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি উত্তেজনার নাম। আসালঙ্কা বলেন,
আমি মনে করি ভক্তদের জন্য এটি একটি রাইভালরি। আমাদের খেলোয়াড়দের জন্য এটি ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। আমরা শুধু বাংলাদেশ নয়, সব দলের বিপক্ষেই ভালো ক্রিকেট খেলতে চাই।
অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার দলে ফেরা লঙ্কানদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তাকে নিয়ে অধিনায়ক বলেন, “ওয়ানিন্দু আমাদের সাদা বলের ক্রিকেটের অন্যতম সুপারস্টার। তাকে দলে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।”
শনিবারের ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একদিকে ফর্মে থাকা বাংলাদেশ, অন্যদিকে শক্তিশালী শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে যাবে, সেটিই এখন দেখার অপেক্ষা।