প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৯:৩৭
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচেও ধারাবাহিকতা রাখল ইংল্যান্ড ও ফ্রান্স। রোববার রাতে আলবেনিয়াকে ২-০ গোলে পরাজিত করে ইংল্যান্ড। অন্যদিকে আজারবাইজানের বিপক্ষে শুরুতে গোল হজম করেও ৩-১ ব্যবধানে জয় পায় ফ্রান্স।
বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলের ‘কে’ গ্রুপে ৮ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২৪ পয়েন্ট অর্জন করেছে টুখেলের ইংল্যান্ড। এই গ্রুপে ১৪ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকায় প্লে-অফ খেলতে হবে আলবেনিয়াকে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৭৪ মিনিটে প্রথম জালের দেখা পান হ্যারি কেইন।
প্রতিপক্ষের মাঠে আট মিনিট পরে আরেকবার জাল কাঁপিয়ে আট ম্যাচে ইংল্যান্ডের অষ্টম জয় নিশ্চিত করেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে কেইনের গোল ৮টি। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তার মোট গোল সংখ্যা ৭৮টি।
অন্যদিকে আজারবাইজানের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে ফ্রান্স। সেই গোল রূপ নেয়, ভিমরুলের বাসায় ঢিল মারার মত।
প্রথম গোলটি করেন আজারবাইজানের রেনাত দাদাশোভ। জবাব দিতে বেশি সময় লাগেনি ফ্রান্সের। ১৭তম মিনিটে সমতা ফেরান ক্রিস্টাল প্যালেসের জন-ফিলিপ মাতেতা।
এরপর ম্যাচের ৩০তম মিনিটে দলকে ১-২ গোলের লিড এনে দেন ম্যাঘনেস অ্যাকলিউচে। প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক সাহারুদ্দিনের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে যায় আজারবাইজান। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি দুই দলই।
‘ডি’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল ফ্রান্স। সমান ম্যাচে আজারবাইজানের সংগ্রহ স্রেফ ১ পয়েন্ট। এই গ্রুপ থেকে প্লে-অফ খেলবে ইউক্রেইন।