প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫২:১৫
সৌদি আরবে ভারতীয় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন।
মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত মুফরিহাটে বদর-মদিনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এই ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু রয়েছেন।
সৌদি সূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন। সৌদি পুলিশ এবং সিভিল ডিফেন্স দল উদ্ধার অভিযান শুরু করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে, দুর্ঘটনাস্থলে থাকা অনেক মৃতদেহ পুড়ে গেছে বলে জানা গেছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই মর্মান্তিক দুর্ঘটনায় ‘‘গভীর শোক’’ প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় ত্রাণ ব্যবস্থা শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজনের আত্মীয় জানিয়েছেন, হজযাত্রীরা একটি ওমরাহ ভ্রমণ দলের অংশ ছিলেন, যারা ৯ নভেম্বর হায়দরাবাদ থেকে মক্কায় নামাজ শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
এতে আরও বলা হয়েছে, তারা নামপল্লীর আল মীনা এবং আল মক্কা ট্রাভেলস নামে একটি এজেন্সির মাধ্যমে ভ্রমণ করেছিলেন।
আজ (সোমবার) স্থানীয় সময় ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি