চলমান অ্যাশেজ সিরিজের অ্যাডিলেইড টেস্টের স্কোয়াডে ফিরেছেন ৮৫ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা। কিন্তু শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি তার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গত টেস্টে পাঁচ উইকেট শিকার করা পেসার মাইকেল নিসারকেও এই টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।
ব্রিজবেনে দিবা-রাত্রির টেস্টে জয় পাওয়া একাদশের দুই পরিবর্তন আনা হয়েছে অ্যাডিলেইডে। অধিনায়ক প্যাট কামিন্স ও অফ স্পিনার ন্যাথান লায়ন ফিরে এসেছেন অনুমিতভাবেই। তাদের জন্য বাদ পড়েছেন পেসার নিসার ও ব্রেন্ডান ডগেট।
উসমান খাজা অ্যাশেজ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার হিসেবে। সিরিজের প্রথম টেস্টে জেইক ওয়েদেরল্ড অভিষেক করেন। পার্থে সেই টেস্টে চোটের কারণে প্রথম ইনিংসে নামতে পারেননি তিনি। চার নম্বরে নামার পরও দ্বিতীয় ইনিংসে পিঠের জড়তার কারণে ওপেনিংয়ে খেলতে পারেননি। সেই সুযোগে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন ট্রাভিস হেড।
পিঠের জড়তার কারণে খাজা দ্বিতীয় টেস্টে স্কোয়াডেও ছিলেন না। হেড-ওয়েদেরল্ড জুটি দলের জন্য ভালো শুরু এনে দেয়। তৃতীয় টেস্টের স্কোয়াডে খাওয়াজাকে ফেরানো হলেও শেষ পর্যন্ত মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা বাতিল হয়ে একাদশে জায়গা হয়নি। মিডল অর্ডারে খেলেছেন জশ ইংলিস।
অ্যাডিলেইড টেস্ট শুরুর আগে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘হেড-ওয়েদেরল্ড জুটির ইতিবাচক ব্যাটিং দলকে ভালো ভিত্তি দিয়েছে। তাই এখানে কোনো পরিবর্তন আনা হয়নি।’
অ্যাডিলেইডের তৃতীয় টেস্ট শুরু হবে বুধবার। এই টেস্টে হার এড়াতে পারলেই অ্যাশেজ ধরে রাখার সুযোগ নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার জন্য।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।