নাটকীয়তা বা কোনো রকম বাড়তি রোমাঞ্চ ছাড়াই ফিফা দ্য বেস্ট ফুটবলারের পুরস্কার উঠেছে পিএসজি ও ফ্রান্সের তারকা উসমান ডেম্বেলের হাতে। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন ফরাসি উইঙ্গার।
২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়েছে ফিফা দ্য বেস্ট পুরস্কার। গেল মৌসুমে এই সময়ের মধ্যে পিএসজি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ চারটি শিরোপা জেতে। ডেম্বেলে একাই করেন ৩৫ গোল। দলের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস এনরিকে। আর বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ইতালি ও বর্তমান ম্যান সিটির জিয়ানলুইজি ডোনারুমা।
বর্ষসেরা একাদশেও আধিপত্য পিএসজির। ডেম্বেলেসহ ক্লাবটির ছয় ফুটবলার জায়গা পেয়েছেন সেরা একাদশে। বার্সেলোনা থেকে দুজন এবং রিয়াল মাদ্রিদ থেকে একজন ফুটবলার নির্বাচিত হয়েছেন।
নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। ইংল্যান্ডকে ইউরো জেতানো ও চেলসির হয়ে ট্রেবল জয়ের অবদানের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা নারী গোলরক্ষক হয়েছেন হান্না হ্যাম্পটন। বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সারিনা ভিগমান।
বছরের সেরা গোলের জন্য পুরুষদের পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার সান্তিয়াগো মন্তিয়েল। নারী বিভাগে মার্তা অ্যাওয়ার্ড পেয়েছেন লিজবেথ ওভালে।
অসুস্থ শিশুদের জন্য খেলনা ও উপহার দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ইরাকের জাখো এসসির সমর্থকরা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন জার্মান ক্লাব এসএসভি জান রেগেনসবার্গের চিকিৎসক ড. আন্দ্রেয়াস হারলাস নয়কিং, যিনি মাঠে অসুস্থ হয়ে পড়া এক দর্শকের জীবন বাঁচাতে তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছিলেন।
দোহার অনুষ্ঠানে মোট ১১টি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার দিয়েছে ফিফা।
এক নজরে ‘ফিফা দ্য বেস্ট’ বিজয়ীরা:
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ ফুটবলার: উসমান ডেম্বেলে
বর্ষসেরা নারী গোলরক্ষক: হান্না হ্যাম্পটন
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান
বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে
মার্তা অ্যাওয়ার্ড (নারী সেরা গোল): লিজবেথ ওভালে
পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষ সেরা গোল): সান্তিয়াগো মন্তিয়েল
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: জাখো এসসির সমর্থকরা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ড. আন্দ্রেয়াস হারলাস নয়কিং
বর্ষসেরা পুরুষ একাদশ:
গোলরক্ষক— জিয়ানলুইজি ডোনারুমা
ডিফেন্ডার— আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস
মিডফিল্ডার— কোল পালমার, ভিতিনিয়া, পেদ্রি, জুড বেলিংহাম
ফরোয়ার্ড— উসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল
বর্ষসেরা নারী একাদশ:
গোলরক্ষক— হান্না হ্যাম্পটন
ডিফেন্ডার— ওনা বাতলে, আইরিন পারেদেস, লিয়া উইলিয়ামসন, লুসি ব্রোঞ্জ
মিডফিল্ডার— ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইজারো, আইতানা বোনমাতি
ফরোয়ার্ড— অ্যালেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, মারিওনা কালদেনতি