গত ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে দর্শকদের সামনে উপস্থিত হন লিওনেল মেসি। তবে তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয় অপ্রত্যাশিত বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার অধিনায়ক। এই ঘটনার জন্য মেসিকেই দায়ী করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক বিপুল অর্থ ব্যয় করে টিকিট কিনেছিলেন। অনেকেই ব্যক্তিগত কাজকর্ম বাদ দিয়ে মাঠে হাজির হন শুধু তাকে দেখার জন্য। কিন্তু মাঠে উপস্থিত রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে থাকায় সাধারণ দর্শকদের সামনে খুব একটা আসেননি মেসি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠে গ্যালারিতে থাকা দর্শকরা, যার ফলেই শুরু হয় বিশৃঙ্খলা।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই নিরাপত্তার স্বার্থে মেসিকে মাঠ ছাড়তে হয়। যেখানে তার আরও দীর্ঘ সময় স্টেডিয়ামে থাকার কথা ছিল, সেখানে মাত্র ২০ মিনিটের মধ্যেই বিদায় নেন তিনি। এই পুরো ঘটনার দায় মেসি ও তার ব্যবস্থাপনা দলের ওপরই চাপিয়েছেন সুনীল গাভাস্কার।
স্পোর্টস্টারে প্রকাশিত কলামে গাভাস্কার লিখেছেন, ‘কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে, কেবল সেই ব্যক্তির ওপর নয়, যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশিত হয়নি। কিন্তু তার যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন, তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’