প্রকাশিত :
১৭ ডিসেম্বর ২০২৫, ৪:৪৬:৫৯
নেইমার ও সান্তোসের গল্পে যেন আবার নতুন মোড় নিয়েছে। কিছুদিন আগেও শৈশবের ক্লাবে ফিরেও সমর্থকদের তীব্র সমালোচনা আর দুয়োধ্বনির মুখে পড়তে হয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারকে। অনেকেই চাইছিলেন, ‘রাজপুত্র’ নামে পরিচিত এই তারকাকে দ্রুত ক্লাব ছাড়তে বাধ্য করা হোক। কিন্তু সময়ের সঙ্গে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। ত্যাগ আর লড়াইয়ের প্রতীক হয়ে নেইমারই সান্তোসকে সংকট থেকে টেনে তুলেছেন। আর এখন সমালোচকরাই চাইছেন, তাকে যেকোনো মূল্যে ক্লাবে ধরে রাখতে।
২০২৬ বিশ্বকাপের আগে নেইমারও আপাতত ঠিকানা বদলাতে আগ্রহী নন। মৌসুম শেষের পর তিনি নিজেই জানিয়েছিলেন, সান্তোসেই থাকা তার প্রথম পছন্দ। ফলে দুই পক্ষের আগ্রহ মিলিয়ে চুক্তি নবায়নের দিকেই এগোচ্ছে বিষয়টি। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, কিংবদন্তি পেলের ক্লাব সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে।
চলতি মাসের শেষেই নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে ক্লাব কর্তৃপক্ষ ও নেইমারের প্রতিনিধিদের মধ্যে—যার নেতৃত্বে আছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র—২০২৬ বিশ্বকাপ পর্যন্ত, অর্থাৎ ছয় মাসের একটি নতুন চুক্তি নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। বাঁ হাঁটুর চোট নিয়েও তিনি সান্তোসের জন্য অসাধারণ অবদান রেখেছেন। লিগের শেষ তিন ম্যাচে চার গোল করে দলকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। সদ্য শেষ হওয়া মৌসুমে সান্তোসের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেন নেইমার।
নেইমারের বাঁ হাঁটুতে চলতি বছরের শেষের আগেই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার হওয়ার কথা। চিকিৎসকদের মতে, এটি তুলনামূলকভাবে সহজ একটি অস্ত্রোপচার এবং সুস্থ হতে তার প্রায় এক মাস সময় লাগতে পারে।
সৌদি প্রো লিগের আল হিলাল ছাড়ার পর গত জানুয়ারিতে সান্তোসে ফিরে আসা নেইমার আগামী বছর নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। চোটের কারণে প্রায় দুই বছর নিয়মিতভাবে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে পারেননি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকা।