আপডেট :
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:১৫:৩১
ফুটবলের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে এক অসাধারণ ও দুর্লভ ঘড়ি উপহার দিয়েছেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সাম্প্রতিক ভারত সফরের সময় অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’ পরিদর্শনে যান আর্জেন্টাইন মহাতারকা। সেখানেই মেসির হাতে তুলে দেওয়া হয় প্রায় ১০ দশমিক ৯ কোটি রুপি মূল্যের এই বিলাসবহুল ঘড়ি।
বিশেষ এই ঘড়িটি সীমিত সংস্করণের, বিশ্বজুড়ে যার সংখ্যা মাত্র ১২টি। এর নাম ‘রিচার্ড মিল আরএম০০৩-ভি২ জিএমটিটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন’। ঘড়িটিতে রয়েছে ম্যানুয়াল-ওয়াইন্ডিং টুরবিয়ন মুভমেন্ট, যা ঘণ্টা, মিনিটের পাশাপাশি ডুয়াল টাইম-জোন প্রদর্শনে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘড়িতে যুক্ত করা হয়েছে ফাংশন সিলেক্টর, পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর এবং টর্ক ইন্ডিকেটর। কালো কার্বন কেস ও টাইটানিয়াম বেসপ্লেটের ওপর স্কেলেটন ডায়ালে এসব অত্যাধুনিক বৈশিষ্ট্য নান্দনিকভাবে ফুটে উঠেছে।
৩৮ মিলিমিটার আকারের কেসটি তৈরি করা হয়েছে কার্বন টিপিটি উপাদান দিয়ে, যা সাধারণত মহাকাশ প্রযুক্তি ও ফর্মুলা ওয়ান রেসিংয়ে ব্যবহৃত হয়। ঘড়িটির আরেকটি অনন্য দিক হলো এর স্যাফায়ার ডিস্ক, যার কারণে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর কালো ঘণ্টার সংখ্যা উজ্জ্বল আলোর মতো চোখে পড়ে।
এই দুর্লভ রিচার্ড মিল ঘড়ির মালিকানা রয়েছে বিশ্বের হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে। তাদের মধ্যে রয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান ড্রাইভার মিক শুমাখার এবং সাবেক এফআইএ সভাপতি ও ফেরারি দলের প্রধান জঁ টড।