প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮:১৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠছে আগামীকাল, ২৬ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে নানা সমালোচনার মুখে থাকা দলটি এবার নতুন মালিকানায় মাঠে নামার কথা থাকলেও শুরুতেই বড় বিতর্কে জড়ায়। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের চিঠির পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন ব্যবস্থাপনায় চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। টিম ডিরেক্টর করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে এবং টিম ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন নাফিস ইকবাল।
এর আগে চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে মমিনুল হকের নাম ঘোষণা করা হলেও সেই সিদ্ধান্ত বদলানো হয়। পাশাপাশি বিদেশি কোচ জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগের পরিকল্পনাও থাকলেও মালিকানা পরিবর্তনের কারণে তিনি আর দলে যোগ দিতে পারছেন না। ৪৮ বছর বয়সী এই প্রোটিয়া অলরাউন্ডারকে ব্যাটিং ও পেস বোলিং ইউনিটে কাজে লাগানোর ভাবনা ছিল চট্টগ্রামের।
বর্তমানে প্রধান কোচ বাবুলকে সহায়তা করবেন ব্যাটিং কোচ ও মেন্টর তুষার ইমরান। এদিকে, হাবিবুল বাশার টেকনিক্যাল কমিটির দায়িত্ব ছেড়ে চট্টগ্রামের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়েছেন।
আগামীকাল সন্ধ্যা ৭টায় বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।