রোনালদো-জর্জিনার প্রেম পেল নতুন মোড়
৯ বছরের প্রেমের পর জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৬ সালে মাদ্রিদের গুচি শোরুমে শুরু হওয়া পরিচয় পরিণতি পেতে যাচ্ছে বিয়েতে। জর্জিনা ইনস্টাগ্রামে আংটির ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি রাজি।