জাকসু নির্বাচনের ফল আজ সন্ধ্যায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বতন্ত্র ও শিবির সমর্থিত প্রার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা প্রায় শেষ পর্যায়ে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা করা হচ্ছে। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে থাকলেও, জিএস ও এজিএসসহ ২১টি পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।