২১ কেন্দ্রে একযোগে ভোট, ১১ হাজার ৯১৯ ভোটার, প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯:০৪
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানিয়েছেন, সব কেন্দ্রেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৫টি পদে লড়ছেন মোট ১৭৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন, যার মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১০২ এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৮১৭।
ভোট হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। ২১টি ভোটকেন্দ্রে বুথ ২২৪টি। দায়িত্বে রয়েছেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী। নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২০০ পুলিশ সদস্য ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলছে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ আটটি প্যানেল। পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন।
শিক্ষার্থীরা মনে করছেন, জাকসু পুনরুজ্জীবনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।