সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
| ৭ আশ্বিন ১৪৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা প্রায় শেষ পর্যায়ে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা করা হচ্ছে। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে থাকলেও, জিএস ও এজিএসসহ ২১টি পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনে গড়িয়েছে। গণনায় বিলম্ব ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জন্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তিনটি প্রার্থী প্যানেল রাতের মধ্যেই ফলাফল ঘোষণা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে ২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ব্যালট পৌঁছাতে দেরি হওয়ায় ভোট কিছুটা দেরিতে শুরু হলেও শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে রিট দায়ের করেছেন সহ-সভাপতি (ভিপি) পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। তিনি দাবি করেছেন, অন্যায়ভাবে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি।