ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তা কেটেছে বাংলাদেশের
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি, সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সম্ভাব্য ঝুঁকি কমে গেছে। বিশেষ করে খোলাবাজারে তেলের দাম স্থিতিশীল থাকা ও স্টক পর্যাপ্ত থাকায় দেশের অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ পড়েনি। এদিকে সরকার বলছে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে, তবে আপাতত কোনো সংকট নেই।